হোম > সারা দেশ > যশোর

ভৈরব সেতুতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ 

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর উপজেলার ভৈরব সেতুতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোবহান মোল্লা (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে ভৈরব সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেল দুটিতে থাকা অপর চারজন আরোহী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতের চাচা আজিবর মোল্লা জানান, তাঁর ভাইপো সোবহান মোল্লা দুই বন্ধুর সঙ্গে ভৈরব সেতু দেখতে যান। ভৈরব সেতুর পূর্বপাশে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে তাঁর ভাইপো সোবহান মোল্লা মারা যান। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অপর চারজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 
 
এ বিষয়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অথৈ সাহা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকে খুলনা মেডিকেল কলেজ ও অপর দুজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 
 
অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) রণজিৎ কুমার সেন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সোবহান মোল্লা যশোরের রূপদিয়া এলাকার চাউলিয়া গ্রামের মুজিবর মোল্লার ছেলে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক