হোম > সারা দেশ > খুলনা

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি: স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা আজ

খুলনা প্রতিনিধি

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি আজ শুক্রবারও অব্যাহত রয়েছে। চিকিৎসকদের কর্মবিরতির কারণে সাধারণ রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে। কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে খুলনায় আসছে স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপর্যায়ের সাত সদস্যের একটি প্রতিনিধিদল। আজ শুক্রবার দুপুরে খুলনা বিএমএ ভবনে চিকিৎসক নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন তাঁরা। সেখানে বিএমএ, ক্লিনিক মালিকসহ চিকিৎসাসংশ্লিষ্ট সব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালের চিকিৎসক শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে গত বুধবার থেকে খুলনা জেলায় চিকিৎসকেরা কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। আজ তিন দিন ধরে চিকিৎসকদের এই কর্মবিরতি চলছে।

বিএমএ সভাপতি শেখ বাহারুল আলম বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধিদল খুলনার পথে। দুপুর আড়াইটার দিকে তাঁরা আমাদের সঙ্গে বিএমএ ভবনে বসবেন। যারাই আমাদের সঙ্গে আলোচনা করতে চান, আমরা তাঁদের সঙ্গে বসব। তবে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে।’

এদিকে চিকিৎসকদের কর্মবিরতির কারণে সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়েছেন। এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কথা হয় আকরাম হোসেন নামে এক রোগীর স্বজনের সঙ্গে। তিনি বলেন, তাঁর নানি গত তিন দিন হাসপাতালে ভর্তি। জ্যেষ্ঠ কোনো চিকিৎসক আসেননি। জুনিয়র চিকিৎসকেরা দেখছেন। মো. আনেয়ার ইসলাম তাঁর মাকে নিয়ে চার দিন ধরে আছেন হাসপাতালে। প্রথম দিন চিকিৎসার যে পরামর্শ দেওয়া হয়েছিল, সেভাবে চিকিৎসা চলছে। কোনো নতুন চিকিৎসাব্যবস্থা নেই। এই তিন দিনে জ্যেষ্ঠ চিকিৎসকদের কেউ আসেননি।

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি