হোম > সারা দেশ > খুলনা

৫ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে ফিরেছে কর্মব্যস্ততা

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের টানা পাঁচ দিনের সরকারি ছুটি শেষে যশোরের বেনাপোল বন্দরে কর্মব্যস্ততা ফিরেছে। আজ সোমবার সকালে রেল ও সড়কপথে ভারতের সঙ্গে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম। তিনি বলেন, ‘সরকারি ছুটি শেষে পুনরায় এই পথে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে দ্রুত পণ্য খালাস নিতে পারেন সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

সরেজমিনে জানা গেছে, ঈদের ছুটি শেষে আজ আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বেনাপোল বন্দরে ফিরেছে কর্মব্যস্ততা। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ বন্দর, কাস্টমসের কর্মকর্তা, কর্মচারী ও বন্দর শ্রমিকেরা। 

বেনাপোল বন্দর থেকে জানা গেছে, ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল বেনাপোল বন্দর দিয়ে বন্ধ ছিল আমদানি ও রপ্তানি কার্যক্রম। পাঁচ দিন পণ্য খালাস বন্ধ থাকায় এতে সরকারের প্রায় দেড় শ কোটি টাকা রাজস্ব আয় পিছিয়েছে। বন্দরেও লেগেছিল পণ্যজট। এখন পণ্য খালাস শুরু হওয়ায় কমতে শুরু করেছে পণ্যজট। 

বেনাপোল বন্দরের পরিসংখ্যান নথি থেকে জানা গেছে, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৬০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি, ২০০ ট্রাকের মতো রপ্তানি, বন্দরে প্রায় ৫০০ ট্রাক থেকে পণ্য খালাস হয়। আমদানি পণ্য থেকে দিনে সরকারের রাজস্ব আসে প্রায় ৩০ কোটি টাকা। আমদানি-রপ্তানি গতিশীল করতে বেনাপোল বন্দরে সপ্তাহে ৭ দিনে ২৪ ঘণ্টা বাণিজ্য সেবার কথা থাকলেও বিভিন্ন প্রতিবন্ধকতায় সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির দিন বন্ধ থাকে আমদানি, রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম।

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার