হোম > সারা দেশ > যশোর

অভয়নগরে হাটে হাটে মাস্কবিহীন মানুষের ভিড়

প্রতিনিধি, অভয়নগর (যশোর)

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ সম্প্রতি শেষ হয়েছে। মেনে চলতে বলা হয়েছে স্বাস্থ্যবিধি। সর্বত্র মাস্ক পরিধানের বিধান জারি থাকলেও যশোরের অভয়নগরের হাটগুলোতে মাস্কবিহীন মানুষের ভিড় চোখে পড়ার মতো। শুক্রবার ও শনিবার উপজেলার বিভিন্ন হাটে ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

উপজেলায় দীর্ঘ ১৯ দিন পর বিভিন্ন দোকানপাট, বিপণি বিতান খুলেছে। শুরু হয়েছে গণপরিবহন চলাচল। দেখে মনে হচ্ছে সবকিছুই ফিরেছে আগের অবস্থায়। দোকানগুলোতে সকাল থেকে ক্রেতা বিক্রেতারা বিকিকিনি শুরু করেন। তা ছাড়া সরকারের পরবর্তী কোন নির্দেশ না আসা পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল দোকানপাট ও বিপণিবিতানগুলো খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

অপরদিকে মহাসড়কে রয়েছে গণপরিবহনের চাপ। এ ছাড়া আগের মত স্বাভাবিকভাবে অটোরিকশা চলছে। তবে শহরে স্বাস্থ্যবিধি কিছুটা মানলেও গ্রামের বাজারগুলোর চিত্র ভিন্ন। ভাটপাড়া গ্রামের হাটে মাছ-তরকারী কিনতে আসা মানুষের মধ্যে ছিল না কোন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা। বেশির ভাগ মানুষ হাটে এসেছে মাস্ক ছাড়া। সামাজিক দূরত্বের বালাই তো নেইই। 

স্বাস্থ্যবিধি নিয়ে ভাটপাড়া বাজারের হরিপদ বলেন, লকডাউন উঠে গেছে। এখন আর মাস্ক পরতে হবে না। মাছ বিক্রেতা ছলেমান বলেন, করোনার টিকা নিছি। এখন আর করোনা হবে না। তাই মাস্কের দরকার নেই। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার