হোম > সারা দেশ > যশোর

অভয়নগরে হাটে হাটে মাস্কবিহীন মানুষের ভিড়

প্রতিনিধি, অভয়নগর (যশোর)

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ সম্প্রতি শেষ হয়েছে। মেনে চলতে বলা হয়েছে স্বাস্থ্যবিধি। সর্বত্র মাস্ক পরিধানের বিধান জারি থাকলেও যশোরের অভয়নগরের হাটগুলোতে মাস্কবিহীন মানুষের ভিড় চোখে পড়ার মতো। শুক্রবার ও শনিবার উপজেলার বিভিন্ন হাটে ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

উপজেলায় দীর্ঘ ১৯ দিন পর বিভিন্ন দোকানপাট, বিপণি বিতান খুলেছে। শুরু হয়েছে গণপরিবহন চলাচল। দেখে মনে হচ্ছে সবকিছুই ফিরেছে আগের অবস্থায়। দোকানগুলোতে সকাল থেকে ক্রেতা বিক্রেতারা বিকিকিনি শুরু করেন। তা ছাড়া সরকারের পরবর্তী কোন নির্দেশ না আসা পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল দোকানপাট ও বিপণিবিতানগুলো খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

অপরদিকে মহাসড়কে রয়েছে গণপরিবহনের চাপ। এ ছাড়া আগের মত স্বাভাবিকভাবে অটোরিকশা চলছে। তবে শহরে স্বাস্থ্যবিধি কিছুটা মানলেও গ্রামের বাজারগুলোর চিত্র ভিন্ন। ভাটপাড়া গ্রামের হাটে মাছ-তরকারী কিনতে আসা মানুষের মধ্যে ছিল না কোন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা। বেশির ভাগ মানুষ হাটে এসেছে মাস্ক ছাড়া। সামাজিক দূরত্বের বালাই তো নেইই। 

স্বাস্থ্যবিধি নিয়ে ভাটপাড়া বাজারের হরিপদ বলেন, লকডাউন উঠে গেছে। এখন আর মাস্ক পরতে হবে না। মাছ বিক্রেতা ছলেমান বলেন, করোনার টিকা নিছি। এখন আর করোনা হবে না। তাই মাস্কের দরকার নেই। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি