হোম > সারা দেশ > খুলনা

খুলনায় বিষাক্ত মদ্যপানে ৫ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় বিষাক্ত মদ্যপানে চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর অসুস্থ একজনকে আবু নাসের বিশেষায়িত হাসপাতালে লাইভ সাপোর্টে রাখা হয়েছে। আজ শনিবার নগরীর সোনাডাঙ্গা থানার বয়রা পূজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তিদের মরদেহ পরিবারের সদস্যরা নিজ নিজ বাড়িতে নিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, তারা দুপুর থেকেই স্থানীয় তোতা মিয়ার হোটেলে বসে মদ পান করে। হাতে বানানো মদ খেয়ে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন নগরীর সোনাডাঙ্গা বয়রা সেরের মোড় এলাকার বাবু (৫০), খালিশপুর বয়রা জংশন রোডের সাবু (৬০), একই এলাকার গৌতম কুমার বিশ্বাস (৪৭), সাজ্জাদ মল্লিক এবং খালিশপুর বয়রা পাবলিক কলেজের পেছনের তোতা (৬০)।

এ ছাড়া বিষাক্ত মদ্যপানে গুরুতর অসুস্থ বয়রা দাসপাড়া এলাকার সনু (৫৮) আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

এদিকে মদ খাওয়ার সময় উপস্থিত থাকলেও সোনাডাঙ্গা রায়ের মহল মেলার মাঠ সংলগ্ন এলাকার আজিবর (৫৯) মদ খাননি। তার মৃত্যু স্বাভাবিক হয়েছে বলে সোনাডাঙ্গা মডেল থানার কর্মকর্তা আব্দুল হাই জানান। অবশ্য বিকাল থেকে তিনি মদ সেবনে তার মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে।

আব্দুল হাই বলেন, ‘মৃত্যুর খবর পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দুজনের লাশ পাই। অন্যদের পরিবার যে যার মতো লাশ বাড়িতে নিয়ে গেছে। বিষাক্ত মদ্যপানে তাঁদের মৃত্যু হয়েছে।’ তাঁদের কাছ থেকে ওই বিষাক্ত মদ সংগ্রহ করে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে