হোম > সারা দেশ > খুলনা

আ.লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ, কেসিসির লাইসেন্স অফিসার রবি গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

গ্রেপ্তার খুলনা সিটি করপোরেশনের লাইসেন্স অফিসার রবিউল আলম রবি। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করার অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) লাইসেন্স অফিসার রবিউল আলম রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে নগরভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, গতকাল রোববার সকালে তিনি গল্লামারী জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার আজকের পত্রিকাকে বলেন, ভিডিও ফুটেজ দেখে রবিকে শনাক্ত করার পর নগর ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম আজকের পত্রিকাকে বলেন, হরিণটানা থানার রিকুইজিশনে দুপুরে অফিস শেষে বের হওয়ার সময় সিটি করপোরেশন লাইসেন্স শাখার অফিসার রবিউল আলমকে গ্রেপ্তার করা হয়। তাঁকে হরিণটানা থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি অন্য কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনো তিনি খুলনা থানায় আছেন। পরে তাঁকে আদালতে পাঠানো হবে।

জানতে চাইলে হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাশার বলেন, গতকালের আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় আজ সোমবার এস আই মোনায়েম বাদী হয়ে হরিণটানা থানায় মামলা করেন। এ মামলায় রবিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা