হোম > সারা দেশ > খুলনা

ডুমুরিয়ায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

‘ডা. জাহাঙ্গীর হোসেনের চাহিদামত ৮০ হাজার টাকা খরচ করেও আমার স্ত্রী তাসলিমাকে বাঁচাতে পারলাম না। অপারেশন থিয়েটারে আমার স্ত্রীর চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এরপর অপারেশন থিয়েটার থেকে তাসলিমাকে বের করে এনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন ডা. জাহাঙ্গীর হোসেন।’ 

কান্না জড়িত কণ্ঠে আজ বৃহস্পতিবার সকালে এভাবেই নিজের কষ্টের কথাগুলো বলছিলেন ডুমুরিয়া উপজেলার ছয়বাড়িয়া গ্রামের আবুল কালাম গাজী। 

তাসলিমা বেগমের আত্মীয়-স্বজনেরা জানান, গত ১৩ এপ্রিল পেটে যন্ত্রণা নিয়ে তাসলিমাকে (৩০) ওই ক্লিনিকে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে তাঁর পেটে টিউমার রয়েছে বলে জানানো হয়। দ্রুত অপারেশন না করলে রোগীর মৃত্যু হতে পারে বলে ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে অবস্থিত আফিয়া ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করান ক্লিনিক মালিক কথিত ডাক্তার জাহাঙ্গীর হোসেন। সেখানে কয়েক দিন ভর্তি রেখে গত রোববার রাতে তাসলিমার অপারেশন করা হয়। অপারেশনের সময়ে রোগী প্রচণ্ড চিৎকার করতে থাকে। একপর্যায়ে রোগীকে বাইরে এনে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে গত সোমবার রাতে মারা যায় তাসলিমা। তাসলিমার স্বামী কালাম ক্ষুদ্র ব্যবসায়ী। ধার দেনা করে ৮০ হাজার টাকা তিনি স্ত্রীর চিকিৎসার জন্য ব্যয় করেন। এ ঘটনা ধামাচাপা দিতে ক্লিনিক মালিক রোগীর স্বজনদের নানা রকম ভয়ভীতি দেখায়। 

ক্লিনিক মালিক ও পরিচালক ডা. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘রোগীর সঠিক চিকিৎসা হয়েছে। অপারেশনের পর রোগীর শ্বাস কষ্ট দেখা দিলে আইসিইউতে রাখার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু আমার ক্লিনিকে আইসিইউ না থাকায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।’ 

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার