হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতির সাময়িক বরখাস্তের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, চার সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে রুল জারি করেছেন। আজ মঙ্গলবার বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে তাজকিন আহমেদ চিশতির পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

তাজকিন আহমেদ চিশতি আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে আমাকে সাময়িকভাবে বরখাস্তের চিঠি দেওয়া হয়। কারণ হিসেবে নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের হওয়ার কথা উল্লেখ করা হয়। ওই বরখাস্তের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আমি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করি। রিটে স্থানীয় সরকার বিভাগের সচিবসহ আটজনকে বিবাদী করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজ রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না,৪ সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে রুল জারি করেছেন। পাশাপাশি বিগত সাময়িক বরখাস্তের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেছেন।’ 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার