সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতির সাময়িক বরখাস্তের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, চার সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে রুল জারি করেছেন। আজ মঙ্গলবার বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে তাজকিন আহমেদ চিশতির পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
তাজকিন আহমেদ চিশতি আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে আমাকে সাময়িকভাবে বরখাস্তের চিঠি দেওয়া হয়। কারণ হিসেবে নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের হওয়ার কথা উল্লেখ করা হয়। ওই বরখাস্তের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আমি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করি। রিটে স্থানীয় সরকার বিভাগের সচিবসহ আটজনকে বিবাদী করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আজ রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না,৪ সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে রুল জারি করেছেন। পাশাপাশি বিগত সাময়িক বরখাস্তের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেছেন।’