হোম > সারা দেশ > যশোর

যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু 

যশোর প্রতিনিধি

যশোরে ছুরিকাঘাত করে জুম্মান (২৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যায় শহরের শংকরপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক শহরের শংকরপুর এলাকার মুরাদ হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে থানায় মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ ১৫টির মতো মামলা রয়েছে। ওই এলাকায় সন্ত্রাসী তালিকায় তাঁর নাম রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। 

নিহতের ভাই মামুন হোসেন বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের শংকরপুর রেলস্টেশন এলাকায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতির অফিসের সামনে দুর্বৃত্তরা জুম্মানকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। এ সময় স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে তাঁকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে। 

যশোর সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মো. আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই জুম্মানের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’ 

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত জুম্মানের বিরুদ্ধে থানায় মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ ১৫টির মতো মামলা রয়েছে। এলাকায় সন্ত্রাসীদের তালিকায় তার নাম রয়েছে। যেকোনো একটি পক্ষের হাতে সে খুন হতে পারে বলে ধারণা করছি। এই ঘটনায় জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার