হোম > সারা দেশ > যশোর

যশোরে ভূমিমালিকদের না জানিয়ে বৈদ্যুতিক সঞ্চালন লাইন স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

­যশোর প্রতিনিধি

ভূমির মালিকদের না জানিয়ে জোরপূর্বক উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পিলার বসানোর প্রতিবাদে রোববার দুপুরে যশোরে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্তরা। ছবি: আজকের পত্রিকা

ভূমির মালিকদের না জানিয়ে জোরপূর্বক উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পিলার বসানোর প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। রোববার (২৯ জুন) দুপুরে যশোর মেডিকেল কলেজপাড়ায় এ কর্মসূচির আয়োজন করে ‘বেলেঘাটা ভূমিরক্ষা সংগ্রাম কমিটি’। সংগ্রাম কমিটির আহ্বায়ক তরিকুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক জমির মালিক অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) যশোরে সঞ্চালন লাইন স্থাপন করছে। এই লাইনের একটি অংশ যশোর মেডিকেল কলেজ সংলগ্ন হরিণার বিল এলাকা হয়ে যাবে। এরই অংশ হিসেবে প্রায় ৩ লাখ ২০ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক পিলার বসানো হচ্ছে।

কিন্তু এসব জমির মালিকদের কোনো পূর্ববার্তা বা অনুমতি না নিয়ে, ক্ষতিপূরণ ছাড়াই জোর করে কাজ করছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান—এমন অভিযোগ করেন তাঁরা।

বক্তারা বলেন, মেডিকেল কলেজ স্থাপনের পর আশপাশের জমির দাম বেড়ে যায়। অনেকে সঞ্চয় ভেঙে জমি কিনেছেন। এখন প্রতি শতক জমির দাম ৮ থেকে ২০ লাখ টাকা। বিদ্যুৎ সঞ্চালন লাইন বসালে এসব জমির ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে।

তারা দাবি করেন, সঞ্চালন লাইনের কারণে ক্ষতিগ্রস্ত সব জমি বাজারমূল্যে অধিগ্রহণ করতে হবে। তা না হলে তারা যেকোনো মূল্যে কাজ প্রতিরোধ করবেন বলেও হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগ্রাম কমিটির সদস্যসচিব রফিকুল ইসলাম, উপদেষ্টা জিল্লুর রহমান ভিটু, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু, জুয়েল মৃধা, শুকুর আলী, বজলুর রহমান, তোতা মিয়া প্রমুখ।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার