হোম > সারা দেশ > খুলনা

ফুলতলা ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ফুলতলা (খুলনা) প্রতিনিধি

খুলনার ফুলতলা ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন কলেজিয়েট স্কুলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় স্কুলের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইঞ্জিনিয়ার কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মিত্র। বিশেষ অতিথি ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী জাফর উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আযম মোহন।

উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. নেছার উদ্দিন, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার বদরুল আলম বাদল, সমাজসেবক রেক্সোনা আজম, সাঈদ নুরুল্লাহ প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মিত্র বলেন, ‘শিক্ষাজীবন সফলতার অন্যতম চাবিকাঠি। যে শিক্ষার্থী কঠোর অধ্যবসায় করবে, তার সফলতা অনিবার্য। শিক্ষার উদ্দেশ্য কেবল সার্টিফিকেট কিংবা ডিগ্রিপ্রাপ্তি নয়, প্রকৃত মানুষ ও জ্ঞানী হওয়াই আসল উদ্দেশ্য।’ তিনি শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে সমাজ ও দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। 

স্কুলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন বলেন, ‘ফুলতলা উপজেলায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে। আমার ইচ্ছা ছিল জন্মস্থানে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলে জন্মের ঋণ শোধ করা। সে ইচ্ছা থেকেই পিতা ও পরিবারের কেনা জমিতে স্কুলটি প্রতিষ্ঠিত করে অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে চালিয়ে যাচ্ছি। সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটি আজ উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে।’

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে