হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় সাময়িকভাবে কোভিড টিকা কার্যক্রম বন্ধ ঘোষণা

প্রতিনিধি, কুষ্টিয়া

ঢাকা থেকে কুষ্টিয়াতে সময় মত কোভিড-১৯ ভ্যাকসিন এসে না পৌঁছানোর কারণে টিকাদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার একযোগে কুষ্টিয়া জেলার সব কেন্দ্রে করোনার এই টিকা কার্যক্রম বন্ধ ঘোষণা করেন সংশ্লিষ্ট টিকাদান কর্তৃপক্ষ। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন কার্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণাও দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে ‘অনিবার্য কারণবশত আজ ১৩ সেপ্টেম্বর সোমবার কুষ্টিয়া জেলার সব কেন্দ্রে কোভিড-১৯ টিকা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।' 

তবে সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় এ পর্যন্ত ১ম এবং ২য় ডোজ মিলিয়ে প্রায় ২ লাখ ৮৭ হাজার মানুষকে টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে উভয় ডোজ টিকা নিয়েছেন প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ। জেলায় বর্তমানে সিনোফার্মের উভয় ডোজ টিকা কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ সাতটি কেন্দ্রে প্রদান করা হচ্ছিল।

খুলনা বিভাগের বরাদ্দের মধ্যে এবার দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ টিকা ঢাকা থেকে কুষ্টিয়ায় এসে পৌঁছানোর কথা ছিল রোববার। কিন্তু পথিমধ্যে গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে টিকা কুষ্টিয়ায় এসে পৌঁছায়নি।

এর আগে ৬-৭ দফায় ঢাকা থেকে সময় মত টিকা কুষ্টিয়ায় পৌঁছতে কোনো সমস্যা হয়নি। স্টকে থাকা টিকা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তিনি জানান, এ ব্যাপারে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঢাকায় যোগাযোগ করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে ঢাকা থেকে টিকাবাহী গাড়ি কুষ্টিয়ায় এসে পৌঁছানোর কথা রয়েছে। ভোরের মধ্যে গাড়ি কুষ্টিয়ায় এসে না পৌঁছালে মঙ্গলবারও টিকা কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার রাত ৯টা থেকে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন। 

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার