হোম > সারা দেশ > যশোর

বেনাপোল বন্দর দিয়ে প্রথম ভারতে মাছের রেণু রপ্তানি

বেনাপোল (যশোর) প্রতিনিধি

বাংলাদেশ থেকে এই প্রথম মাছের রেণুর একটি চালান ভারতে রপ্তানি হয়েছে। আজ বুধবার দুপুরে বেনাপোল স্থলবন্দর দিয়ে এক লাখ পাঙাশ মাছের রেণু ভর্তি একটি পিকআপ ভ্যান বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারতে পেট্রাপোল বন্দরে প্রবেশ করেছে। 

মাছের রেণু রপ্তানিতে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা যেমন আসবে তেমনি দেশীয় হ্যাচারিতে মাছের পোনা উৎপাদন বৃদ্ধি ও মানুষের কর্মসংস্থান বাড়বে বলে মনে করছেন বাণিজ্যিক সংশ্লিষ্টরা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে এর আগে শুধু হিমায়িত মাছ ভারতে রপ্তানি হতো। তবে হিমায়িত মাছের পাশাপাশি ভারতে বিশেষ করে পাঙাশ মাছের রেণুর প্রচুর চাহিদা থাকলেও রপ্তানির অনুমতি ছিল না। এতে সীমান্ত পথে কোটি কোটি মাছের রেণু পাচার হতো। এতে যেমন অবৈধ অর্থ লেনদেন হতো তেমনি সরকার বৈদেশিক মুদ্রা আহরণ থেকে বঞ্চিত হতো। এখন রপ্তানির অনুমতিতে অপরাধমূলক কর্মকাণ্ড যেমন কমবে তেমনি সরকার বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আহরণে ভূমিকা রাখবে। মাছের রেণুর রপ্তানিকারক যশোরের শার্শার জনতা ফিস ও আমদানিকারক কলকাতার পি আর ফুডস। প্রথম চালানে প্রতি কেজি ৯ ডলার ৭০ সেন্ট মূল্যে ১ লাখ পাঙাশের রেণু ভারতে রপ্তানি হয়েছে। সরকার মাছের রেণু রপ্তানি সুযোগ দেওয়ার সরকার ও ব্যবসায়ী সবাই লাভবান হবে। 

রেণু রপ্তানিকারক প্রতিষ্ঠান জনতা ফিসের স্বত্বাধিকারী কুদ্দুস আলী বিশ্বাস বলেন, ‘মাছের রেণু রপ্তানির সুযোগে দেশের হ্যাচারি শিল্প আবার জেগে উঠবে। দুই দেশের সরকারকে অনেক অনেক ধন্যবাদ।’ 

মাছের হ্যাচারি মালিক শায়েস্তা খান বলেন, ‘বর্তমানে দেশে বেসরকারি পর্যায়ে মাছের রেণু উৎপাদনের জন্য প্রায় ৭০০ হ্যাচারি আছে। ভারতে মাছের রেণু রপ্তানিতে এসব হ্যাচারি বড় ভূমিকা রাখবে।’ 

যশোর শার্শা উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, বৈধপথে রপ্তানি সুযোগের সৃষ্টিতে সীমান্তপথে কোটি কোটি টাকার মাছের রেণু পাচার বন্ধ হবে। 

বেনাপোল আমদানি রপ্তানি সমিতির সহ সভাপতি আমিনুল হক জানান, মাছের পোনা রপ্তানিতে বেশি বেশি বৈদেশিক মুদ্রা দেশে আসবে। মাছ উৎপাদনে চাষিরা আরও উৎসাহিত হবেন। 

এ বিষয়ে বেনাপোল বন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, মাছের রেণু রপ্তানি দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। রপ্তানি বাণিজ্যের সব ধরনের সহযোগিতা দ্রুততার সঙ্গে করা হয়েছে। 

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫