হোম > সারা দেশ > খুলনা

‘ইভিএম হচ্ছে বাটপারির মেশিন, স্মার্ট কারচুপির হাতিয়ার’

নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে 

ইভিএমকে ‘বাটপারির মেশিন’ বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আব্দুল আউয়াল। তিনি বলেছেন, ‘এক মার্কায় চাপ দিলে আরেক মার্কায় ভোট চলে যায়। ইভিএম হচ্ছে বাটপারির মেশিন, ওটাতে সব সাজানো ছিল। স্মার্ট কারচুপির হাতিয়ার।’

আজ সোমবার রাত ৮টার দিকে খুলনা মহানগরীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী এসব কথা বলেন। 

সংবাদ সম্মেলনে আব্দুল আউয়াল অভিযোগ করেন, ‘খুলনা সিটির ১২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর কেন্দ্র স্যাটেলাইট মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের একজন ভোটার হাতপাখায় চাপ দিলেও ভোট নৌকায় চলে গেছে। অভিযোগ পেয়ে আমরা ওই কেন্দ্রে গেছি, প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি। প্রিসাইডিং অফিসার আনোয়ারুল কবির বিষয়টি স্বীকার করেছেন। এ বিষয়ে আমরা একটা লিখিত অভিযোগ জমা দিয়েছি।’

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবি জানিয়ে হাতপাখার প্রার্থী বলেন, ‘খুলনা সিটি নির্বাচনে ন্যক্কারজনক ঘটনার জন্য অথর্ব সিইসি দায়ী। এই জন্য আমরা তাঁর পদত্যাগ দাবি করছি। এই সিইসি সরকারের পা–চাটা গোলাম। আমরা মনে করেছি, সরকার জাতিকে ভালো নির্বাচন উপহার দেবে। কিন্তু অত্যন্ত ন্যক্কারজনকভাবে নির্বাচনকে কলঙ্কিত করেছে। আপনারা জানেন, বরিশালে আমাদের প্রার্থীকে আহত করেছে। অযোগ্য সিইসি একজন প্রার্থীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’

খুলনা ও বরিশালে ফলাফল প্রত্যাখ্যানের পাশাপাশি আগামী ২১ জুন অনুষ্ঠেয় সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনেও হাতপাখার প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ