হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ কয়েদির মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা কারাগারের দুই কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে একজন এবং আজ শুক্রবার ভোরে অপরজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত দুই কয়েদি হলেন কুষ্টিয়া শহরতলির চর থানাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আবুল কালাম (৪০)। তিনি একটি মাদকের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত ছিলেন। অপরজন হলেন জেলার দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আজমল হোসেন (৬০)। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই কয়েদিই হৃদ্‌যন্ত্রের সমস্যাজনিত কারণে অসুস্থ হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জেলা কারাগারের জেলার আবু মুছা আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাত ১২টার দিকে কয়েদি আবুল কালাম এবং আজ ভোরে আজমল অসুস্থ হয়ে পড়লে তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে আবুল কালাম এবং ভোর সাড়ে ৫টার দিকে আজমল মারা যান। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দুজনের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার