কুষ্টিয়া জেলা কারাগারের দুই কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে একজন এবং আজ শুক্রবার ভোরে অপরজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত দুই কয়েদি হলেন কুষ্টিয়া শহরতলির চর থানাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আবুল কালাম (৪০)। তিনি একটি মাদকের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত ছিলেন। অপরজন হলেন জেলার দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আজমল হোসেন (৬০)। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই কয়েদিই হৃদ্যন্ত্রের সমস্যাজনিত কারণে অসুস্থ হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জেলা কারাগারের জেলার আবু মুছা আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাত ১২টার দিকে কয়েদি আবুল কালাম এবং আজ ভোরে আজমল অসুস্থ হয়ে পড়লে তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে আবুল কালাম এবং ভোর সাড়ে ৫টার দিকে আজমল মারা যান। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দুজনের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।