হোম > সারা দেশ > খুলনা

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি ডেকেছে বিএমএ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক শেখ নিশাত আব্দুলালাহর ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন জেলা বিএমএ নেতারা। আজ মঙ্গলবার দুপুরে বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএমএ খুলনা জেলা শাখার সভাপতি চিকিৎসক শেখ বাহারুল আলম। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টার দিকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক নিশাত আব্দুল্লাহ নগরীর শেখপাড়ায় হক নার্সিং হোমে এক রোগীর অপারেশন করছিলেন। এ সময় পুরোনো এক রোগীর মা ও স্বজনরা সেখানে উপস্থিত হন। তাঁরা উত্তেজিত হয়ে অপারেশন থিয়েটার ভাঙচুর করে চিকিৎসককে বের হয়ে আসতে বলেন। 

চিকিৎসক শেখ নিশাত আবদুল্লাহ অপারেশন শেষ করে আসার কথা জানালে রোগীর স্বজন পুলিশের এএসই নাঈম অপারেশন থিয়েটারের দরজা ভেঙে ভেতরে ঢুকে চড়াও হন। তাঁকে উপর্যুপরি কিল, চড়, লাথি মারেন এবং চিকিৎসক নিশাতের গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করেন। এ সময় ক্লিনিকের মালিক ও স্টাফরা এএসই নাঈমকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এর পরপরই চিকিৎসক নিশাত অজ্ঞান হয়ে যান। 

খুলনা বিএমএ সভাপতি বলেন, চিকিৎসক নিশাত আব্দুল্লাহ মতো একজন সৎ ও নিষ্ঠাবান সহকারী অধ্যাপকের ওপর এই ধরনের হামলা ও পৈশাচিক নির্যাতনের দৃশ্য দেখে চিকিৎসকেরা ভীত হয়ে পড়েছেন। তাই উদ্ভূত পরিস্থিতিতে চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। 

হামলাকারীদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কাল বুধবার ১ মার্চ সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা জেলার সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসকেরা পূর্ণ কর্মবিরতি পালন করবেন বলে জানান তিনি। 

সংবাদ সম্মেলনে বিএমএ খুলনার সাধারণ সম্পাদক চিকিৎসক মেহেদি নেওয়াজসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে