হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে ব্যাংকের ভল্ট কেটে ৮ লাখ টাকা চুরি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে টাকা চুরি করে নেওয়া ব্যাংকের ভল্ট। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে ব্যাংকের ভল্ট কেটে ৮ লাখ টাকার বেশি চুরি করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতের কোনো একসময় উপজেলার বামন্দী ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় এ চুরি হয়।

শাখা সূত্রে জানা গেছে, বামন্দী বাসস্ট্যান্ডের নজরুল টাওয়ারের তৃতীয় তলায় শাখাটি অবস্থিত। চোরের দল গতকাল রাতে ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ভল্ট কেটে ৮ লাখ ১০ হাজার টাকা নিয়ে যায়। এ ছাড়া ব্যাংকের সিসি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) নিয়ে যায়। এ কারণে চুরির সময়কার কোনো ফুটেজ পাওয়া যায়নি।

এদিকে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের কোনো টাকা খোয়া যায়নি। তাঁদের লেনদেন স্বাভাবিক রয়েছে। গ্রাহকেরা কোনো হয়রানির শিকার হবেন না।

শাখা ব্যবস্থাপক হামিদুল ইসলাম কাজল জানান, গতকাল কাজ শেষ করে ব্যাংকের কর্মকর্তারা ভল্টে ৮ লাখ ১০ হাজার টাকা রেখে যান। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ক্যাশিয়ার ব্যাংকে এসে দেখেন জানালার গ্রিল কাটা। পরে ভল্ট কক্ষে গিয়ে দেখেন তালা কেটে টাকা নিয়ে গেছে।

শাখা ব্যবস্থাপক বলেন, ‘আমাদের এখান থেকে যে টাকা খোয়া গেছে, সেটা এজেন্ট মালিকের। কারণ এজেন্ট শাখা চালাতে হলে কিছু টাকা জমা রাখা লাগে। আমাদের ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘ঘটনাস্থলে এসে দেখি চোরেরা জানালার গ্রিল ও ব্যাংকের ভল্ট কেটে টাকা নিয়ে গেছে। ঘটনাস্থল থেকে সব রকম আলামত সংগ্রহ করা হয়েছে। ব্যাংকটিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল না। চোর চক্রকে ধরার জন্য পুলিশ মাঠে কাজ করছে।’

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার