হোম > সারা দেশ > খুলনা

খুলনায় আরও ২৭ জনের মৃত্যু, চলছে কঠোর লকডাউন

প্রতিনিধি

খুলনা: গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় মারা গেছেন ২৭ জন। এ নিয়ে খুলনা বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৪। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা। অপরদিকে, খুলনা জেলায় করোনা সংক্রমণ বিস্তার প্রতিরোধে আজ থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর লকডাউন। চলবে ২৮ জুন পর্যন্ত।

মৃতদের মধ্যে রয়েছেন খুলনায় ৯, কুষ্টিয়ায় ৫, যশোরে ৪, বাগেরহাটে ৪, নড়াইলে ৩ ও মেহেরপুরে ২ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, খুলনায় ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২৬৮ এবং মৃত্যু হয়েছে ৯ জনের। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৩ হাজার ২৬৪। এর মধ্যে মারা গেছে ২২০ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ১৬৩ জন। বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৯২ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৭০ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪০ জন। সাতক্ষীরায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ২ জন এবং মারা গেছে ৬২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮২ জন।

যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ২৫৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১০ হাজার ৩৮ জন। মোট মারা গেছে ১১৩ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৮৯ জন। নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ৪২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৫২ জন। মোট মারা গেছে ৩৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৭ জন। মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৬ জনের। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৪২১ জন। মোট মারা গেছে ২৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২২৩ জন। ঝিনাইদহে নতুন করে শনাক্ত হয়েছেন ৩০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫২১ জন। মোট মারা গেছে ৬৮ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৯০২ জন। কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৪০ জন। মোট মারা গেছেন ১৬২ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ১০৪ জন। চুয়াডাঙ্গায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩২ জন। মোট মারা গেছে ৭৪ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ১০ জন। মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৬ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন ১ হাজার ৪১৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৩৫ জন এবং সুস্থ হয়েছেন ৯৮৮ জন।

অপরদিকে, খুলনা জেলায় করোনা প্রতিরোধের জন্য আজ থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। চলবে ২৮ জুন পর্যন্ত। প্রথম দিন খুলনায় কঠোরভাবে দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। বন্ধ ছিল ইজিবাইকসহ অন্যান্য যান চলাচল। নগরীসহ জেলায় ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছেন ১৫টি ভ্রাম্যমাণ আদালত। মাঠে পুলিশের উপস্থিতি ছিল সরব। একই সঙ্গে লকডাউন না মানায় ১৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়, গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৪৬ হাজার ৯৭৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ৯৪৮ জন।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার