হোম > সারা দেশ > নড়াইল

নিখোঁজের ছয় দিন পর তরুণের মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

নড়াইলে নিখোঁজের ছয় দিন পর ইয়াসিন মোল্যা (২২) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর ২টার দিকে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া ঈদগাহের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ইয়াসিন নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার বাসিন্দা বিল্লাল মোল্যার ছেলে। 

পরিবার ও স্থানীয়রা জানান, ইয়াসিন গত ১৬ জানুয়ারি রাত ১১টার দিকে বন্ধুদের সঙ্গে সুলতান মেলা দেখার জন্য মোটরসাইকেল নিয়ে বের হন। এরপর থেকে তাঁর খোঁজ মেলেনি। এ ঘটনার পরদিন ইয়াসিনের বোন শিরিনা খানম সদর থানায় সাধারণ ডায়েরি করেন (জিডি)। ইয়াসিনের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। 

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ওবায়দুর রহমান জানান, লাশ পচে গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। এলাকাবাসীর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা