হোম > সারা দেশ > যশোর

বেনাপোলে প্রায় ১ কেজি স্বর্ণসহ নারী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতে পাচারের সময় বেনাপোল কাস্টমস ইমিগ্রেশন ভবন থেকে ৮৪৩ গ্রাম স্বর্ণসহ উম্মে ছালমা নামে এক নারীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা সদস্যরা। আজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভারতে যাওয়ার পথে ওই নারীকে জিজ্ঞাসাবাদে স্বর্ণ পাচারের বিষয়টি ধরা পড়ে। 

আটক স্বর্ণ পাচারকারী নারী ঢাকার ডেমরা এলাকার রাব্বি চৌধুরীর স্ত্রী। 

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা অফিসের উপসহকারী পরিচালক মো. মনিরুজ্জামান চৌধুরী জানান, তাঁদের কাছে গোপন খবর আসে, পাসপোর্টধারী এক নারী যাত্রী ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্ট কাস্টমস হয়ে ভারতে যাবেন। পরে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা নজরদারি বাড়ায়। একপর্যায়ে সন্দেহভাজন নারী কাস্টমসে প্রবেশ করলে তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি অবৈধভাবে স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করেন। পরে তাঁর কাছ থেকে ৮৪৩ গ্রাম ওজনের স্বর্ণ পাওয়া যায়। স্বর্ণবার গলিয়ে গয়নাজাতীয় তৈরি করে কৌশলে পাচার করা হচ্ছিল। 

মনিরুজ্জামান চৌধুরী জানান, এসব স্বর্ণের বাজারমূল্য ৫৫ লাখ টাকা। তাঁর বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত