হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ভ্যান চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ 

খুলনা প্রতিনিধি

খুলনায় ভ্যান চুরির অপবাদে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর শিরোমনি দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সিরাজ হাওলাদার (৪০) দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জামাল হাওলাদারের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

নগরীর খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান মৃধা হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।

নিহত সিরাজের স্ত্রী সুমি আক্তার বলেন, পাঁচ দিন আগে জাকারিয়া জাকার নামের এক ব্যক্তির ভ্যান চুরি হয়। এ ঘটনায় হায়দার নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে আটক করা হয়। হায়দারকে মারধর করলে তিনি তাঁর সঙ্গে সিরাজ জড়িত বলে জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্যান চোর সন্দেহে সকাল সাড়ে ৭টার দিকে সিরাজ হাওলাদারকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় গণপিটুনিতে দিদার নামে আরও একজন আহত হন।

খানজাহান আলী থানার (ওসি) মো. নাহিদ হোসেন মৃধা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সিরাজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ছাড়া আহত দিদারকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, মারধরের শিকার হায়দারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি