হোম > সারা দেশ > খুলনা

ছাগলের ‘খৎনায়’ এলাহিকাণ্ড

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

তাঁদের দাম্পত্য জীবন প্রায় ২৫ বছরের। কিন্তু কোলজুড়ে আসেনি কোন সন্তান। দীর্ঘ এই দাম্পত্য জীবনে অসংখ্য আত্মীয়স্বজনের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ভূরিভোজে অংশ নিয়েছেন। কিন্তু কাউকে দাওয়াত দিয়ে বাড়িতে আনতে পারেনি। 

তাই আত্মতুষ্টির জন্য এক ব্যতিক্রম আয়োজন করেছেন এই দম্পতি। বাড়িতে পালিত একটি ছাগল দুটি বাচ্চা দিয়েছে। সেই বাচ্চা দুটিকেই তাঁরা খৎনা দিয়েছেন। রঙিন কাপড়ে সাজিয়েছেন বাচ্চাগুলোকে। প্রায় তিন শ স্বজন ও প্রতিবেশীদের দাওয়াত করে ভূরিভোজ করিয়েছেন। 

এমন ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামের দিনমজুর ওহাব ও লাইলী বেগম দম্পতি।

এদিকে ব্যতিক্রমী এমন আয়োজনের খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে উৎসুক জনতা তাঁদের বাড়িতে ভিড় করে ঘটনা জানতে ও ছাগলের বাচ্চা দেখতে। 

এলাকাবাসী জানায়, ওহাব ও লাইলী বেগমের ২৫ বছরের বিবাহিত জীবনে কোন সন্তান হয়নি। তবে একটি ছাগলের দুটি বাচ্চা হয়েছে। তাই লোকজন সঙ্গে করে নিয়ে বাচ্চা দুটির খৎনার আয়োজন করে। গত বৃহস্পতিবার দুপুর থেকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলে অনুষ্ঠান। এ অনুষ্ঠানে ছাগল দুটিকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়। গ্রামের প্রায় ৩০০ মানুষকে ভূরিভোজ করায় এই দম্পতি। 

এ বিষয়ে দিনমজুর ওহাব বলেন, ‘২৫ বছর বিবাহিত জীবনে ঘরে কোন সন্তান জন্ম না নেওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এবার আমার বাড়িতে একটি ছাগল দুটি বাচ্চা জন্ম দেয়। তাই আত্মতুষ্টির জন্য এমন আয়োজন করেছি।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, সাংবাদিকদের মাধ্যমে এমন খবর শুনেছি। তবে দম্পতির সঙ্গে কোন কথা হয়নি।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার