খুলনার কয়রায় অবৈধ ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় জামিলা খাতুন (৩) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলার বাগালি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে সরদার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জামিলা ওই গ্রামের কবিরুল ইসলামের কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু জামিলা রাস্তার পাশে খেলছিল এমন সময় একটি ইঞ্জিনচালিত ভ্যান এসে জামিলাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। ঘটনার সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. জ্যোতির্ময় মণ্ডল বলেন, সকাল সাড়ে ৯টার দিকে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসেন তার পরিবারের লোকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়।