হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

ককটেল বিস্ফোরণের শব্দ শুনে তল্লাশি, মিলল আরও ৬টি

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

চুয়াডাঙ্গার দর্শনায় ককটেল বিস্ফোরণের শব্দ শুনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি অভিযান। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার দর্শনায় ককটেল বিস্ফোরণের শব্দ শুনে তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় আশপাশের এলাকায় আরও ছয়টি ককটেল পাওয়া যায়।

আজ বৃহস্পতিবার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর ও আকন্দবাড়িয়া গ্রামে ককটেলগুলো পাওয়া যায়। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, গতকাল বুধবার রাতে ঈশ্বরচন্দ্রপুরে আশু মেম্বারের বাড়ির কাছে একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর পেয়ে পুলিশ আজ সকালে ওই এলাকায় তল্লাশি চালায়। এ সময় স্কচটেপ দিয়ে মোড়ানো আরও দুটি এবং পাশের আকন্দবাড়িয়া গ্রামে চারটি ককটেল পাওয়া যায়।

ওসি বলেন, এ ঘটনায় আলীহিম নামের এক বোমা কারিগরকে আটক করা হয়েছে। তিনি দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের বাসিন্দা। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

এর আগে দর্শনার চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি চত্বরে ১৩ ও ১৫ ফেব্রুয়ারি একটি করে ককটেল পাওয়া যায়। এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি চিনিকল চত্বরে যৌথ তল্লাশি চালিয়ে চারটি ককটেল জব্দ করা হয়।

চিনিকল সূত্র বলছে, একটি মহল কেরু শ্রমিক ইউনিয়নের নির্বাচন দেরি করতে পরিস্থিতি ঘোলা করতে চাচ্ছে। ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স বলেন, শ্রমিকদের নির্বাচন করার অধিকার রয়েছে। এটি কেউ বন্ধ করতে পারে না। একটি পক্ষ নির্বাচন যাতে না হয়, তাই কেরু এলাকায় বোমা রেখে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। সঠিক তদন্তের মাধ্যমে এর দ্রুত সমাধান প্রয়োজন।

কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান বলেন, শ্রমিকনেতারা নির্বাচন আয়োজনের জন্য লিখিত আবেদন করেছেন। তবে পরিবেশ এখনো উত্তপ্ত। স্বাভাবিক হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা