হোম > সারা দেশ > খুলনা

খুবি সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন: নির্বাচিত হলেন যাঁরা

খুবি প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছর পর খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার ৩৩ জন প্রার্থীর মধ্যে ১৫ জন সিনেটে শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ক্যাম্পাসের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর পরপরই ভোট গণনা শুরু হয়। গণনা শেষে রাত সাড়ে ৯টা নাগাদ ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস। 

 ১৫টি সদস্য পদে নির্বাচিতরা হলেন—অধ্যাপক ড. তরুণ কান্তি বোস, অধ্যাপক ড. লস্কার এরশাদ আলী, অধ্যাপক ড. মো. মতিউল ইসলাম, অধ্যাপক ড. মো. ইকবাল আহম্মেদ, অধ্যাপক ড. মো. নাসিফ আহসান, অধ্যাপক মো. সানাউল ইসলাম, অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিম, অধ্যাপক ড. আবু রাশেদ মো. মোস্তাফিজুর রহমান। 

নির্বাচিত শিক্ষকদের মধ্যে আরও রয়েছেন অধ্যাপক ড. শেখ মো. এনায়েতুল বাবর, সহযোগী অধ্যাপক ড. তানভীর আহমেদ সোহেল, অধ্যাপক ড. রামেশ্বর দেবনাথ, অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, সহযোগী অধ্যাপক মো. রকিবুল হাসান সিদ্দিকী, অধ্যাপক ড. মো. জাকির হোসেন এবং অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। 

এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩৩ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৩৯০ জন ভোটারের মধ্যে ৩৬৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘদিন পর সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন হওয়ায় শিক্ষকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। ভোটগ্রহণ শুরুর পর থেকে ভোটকেন্দ্র ও আশপাশের পরিবেশ ছিল উৎসবমুখর। 

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয় সিনেটে ১৬টি ক্যাটাগরিতে ৫৬ জন সদস্য থাকার বিধান রয়েছে। এ ছাড়া আরও একটি ক্যাটাগরিতে প্রাক্তন ভাইস চ্যান্সেলরবৃন্দও সিনেটের সদস্য হিসেবে থাকবেন। সিনেটে মনোনীত বা নির্বাচিত সদস্যদের মেয়াদ তিন বছর। তবে মেয়াদ শেষ হলেও উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত উক্ত সদস্যগণ পদে বহাল থাকবেন বলে বিশ্ববিদ্যালয় আইনে উল্লেখ রয়েছে। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার