হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় আঁখি (১৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানায়। 

আঁখি পৌর সদরের পুরান গোডাউন এলাকার গাড়ির শ্রমিক শিহাব গাজীর স্ত্রী। 

স্ত্রীর মৃত্যুতে স্বামী শিহাব গাজী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে পরিবার সূত্রে জানা গেছে।

শিহাব গাজী বলেন, ‘সোমবার ডিউটি করে রাত ১০টার দিকে বাড়িতে আসি। আমার স্ত্রী ওই রাতেই তার বাবার বাড়ি বাগেরহাটের কাঁটাখালী এলাকায় যেতে বায়না করে। আমি তাকে বললাম সকালে নিয়ে যাব। সে আমার কথা না শুনে ঝগড়া শুরু করে। একপর্যায় আমাদের কাবিননামা সে ছিঁড়ে ফেলে। পরের অংশ আমি ছিঁড়ে ফেলি। রাত ১২টার দিকে আমি শুয়ে পড়ি, তখন পাশেই সে ছিল। ভোর ৫টার দিকে উঠে দেখি সে ঘরের আড়ার সঙ্গে ঝুলে রয়েছে। সে সময় আমিও গলায় রশি দিয়ে আড়ার সঙ্গে ঝুলে পড়ি। আমার নানির ডাকচিৎকারে এলাকার মানুষ আমাকে নামায়।’

নানি সুপিয়া বেগম (৬৫) বলেন, ‘তারা নিজেরাই মোবাইলের সূত্র ধরে তিন মাস আগে বিয়ে করে। তাদের সংসার ভালোভাবে চলছিল। হঠাৎ কী নিয়ে তারা এ ঘটনা ঘটাল তা বুঝতে পারছি না।’ 

মামলার তদন্তকরী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক আসাদ জানান, মৃত্যু নিয়ে রহস্য রয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি