যশোরের মনিরামপুরে টয়লেটের পাইপ ভেঙে কয়েকশ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় ইয়াবা ব্যবসায়ী দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার রাজগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারেরা হলেন—রাজগঞ্জ বাজারের আব্দুল খালেকের ছেলে তরিকুল ইসলাম ও ফরিদ উদ্দিন।
অভিযানে অংশ নেওয়া উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ইয়াবা জব্দ করে থানায় আনা হয়েছে। কত পিস পাওয়া গেছে তা গুনে দেখতে হবে।
প্রত্যক্ষদর্শী আনিছুর রহমান বলেন, দুপুরে মনিরামপুর থানা-পুলিশের একটি দল তরিকুলের বাড়িতে অভিযান শুরু করে। একপর্যায়ে পুলিশ তরিকুলের বাড়ির টয়লেটের কমোডের পানিতে কয়েকটি ইয়াবা ভাসতে দেখে। পরে টয়লেটের পাইপ ভেঙে কয়েকশ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।