হোম > সারা দেশ > যশোর

টয়লেটের পাইপ ভেঙে মিলল ইয়াবা, ২ সহোদর গ্রেপ্তার

যশোরের মনিরামপুরে টয়লেটের পাইপ ভেঙে কয়েকশ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় ইয়াবা ব্যবসায়ী দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার রাজগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তারেরা হলেন—রাজগঞ্জ বাজারের আব্দুল খালেকের ছেলে তরিকুল ইসলাম ও ফরিদ উদ্দিন। 

অভিযানে অংশ নেওয়া উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ইয়াবা জব্দ করে থানায় আনা হয়েছে। কত পিস পাওয়া গেছে তা গুনে দেখতে হবে।

পুলিশ জানায়, তরিকুল রাজগঞ্জ বাজারে চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও একাধিকবার তিনি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন। 

প্রত্যক্ষদর্শী আনিছুর রহমান বলেন, দুপুরে মনিরামপুর থানা-পুলিশের একটি দল তরিকুলের বাড়িতে অভিযান শুরু করে। একপর্যায়ে পুলিশ তরিকুলের বাড়ির টয়লেটের কমোডের পানিতে কয়েকটি ইয়াবা ভাসতে দেখে। পরে টয়লেটের পাইপ ভেঙে কয়েকশ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। 

আরেক প্রত্যক্ষদর্শী রাশেদ আলী বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে তরিকুল বাড়িতে থাকা ইয়াবা টয়লেটের কমোডে ফেলে পানি ঢেলে দেন। প্রায় দুই ঘণ্টা অভিযান শেষে টয়লেটের মধ্যে ইয়াবা দেখতে পায় পুলিশ। পরে টয়লেটের পাইপ ভেঙে প্লাস্টিকের চামচে করে কয়েকশ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার