হোম > সারা দেশ > যশোর

টয়লেটের পাইপ ভেঙে মিলল ইয়াবা, ২ সহোদর গ্রেপ্তার

যশোরের মনিরামপুরে টয়লেটের পাইপ ভেঙে কয়েকশ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় ইয়াবা ব্যবসায়ী দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার রাজগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তারেরা হলেন—রাজগঞ্জ বাজারের আব্দুল খালেকের ছেলে তরিকুল ইসলাম ও ফরিদ উদ্দিন। 

অভিযানে অংশ নেওয়া উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ইয়াবা জব্দ করে থানায় আনা হয়েছে। কত পিস পাওয়া গেছে তা গুনে দেখতে হবে।

পুলিশ জানায়, তরিকুল রাজগঞ্জ বাজারে চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও একাধিকবার তিনি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন। 

প্রত্যক্ষদর্শী আনিছুর রহমান বলেন, দুপুরে মনিরামপুর থানা-পুলিশের একটি দল তরিকুলের বাড়িতে অভিযান শুরু করে। একপর্যায়ে পুলিশ তরিকুলের বাড়ির টয়লেটের কমোডের পানিতে কয়েকটি ইয়াবা ভাসতে দেখে। পরে টয়লেটের পাইপ ভেঙে কয়েকশ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। 

আরেক প্রত্যক্ষদর্শী রাশেদ আলী বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে তরিকুল বাড়িতে থাকা ইয়াবা টয়লেটের কমোডে ফেলে পানি ঢেলে দেন। প্রায় দুই ঘণ্টা অভিযান শেষে টয়লেটের মধ্যে ইয়াবা দেখতে পায় পুলিশ। পরে টয়লেটের পাইপ ভেঙে প্লাস্টিকের চামচে করে কয়েকশ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা