হোম > সারা দেশ > খুলনা

ভাতিজার ছুরিকাঘাতে চাচা জখম

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা গুরুতর জখম হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বানরগাতি বাজারে ঘটনাটি ঘটে। আহত চাচাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় ভাইপোকে ধরে স্থানীয়রা পুলিশের নিকট হস্তান্তর করেছে।

আহত চাচা হলেন বানরগাতি বাজার এলাকার জনৈক রাজ্জাকের ছেলে মো. দেলোয়ার (৬৫)। আটক ভাইপো বাবু লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকার জনৈক মোহাম্মদ আলীর ছেলে।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার এসআই মো. আব্দুল হাই বলেন, আহত মো. দেলোয়ার পরিবার থেকে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন। বসুপাড়া কবরখানা এলাকায় তার ছোট বোনের সঙ্গে বসবাস করেন। গত কয়েক দিন যাবৎ আহত ব্যক্তির ছোট বোন এবং ছোট ভাইয়ের মধ্যে সাচিবুনিয়া এলাকার একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে আহত দেলোয়ার সাচিবুনিয়ায় ছোট ভাইয়ের বাড়িতে গিয়ে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে। এ ঘটনা জানতে পেয়ে ছোট ভাইয়ের ছেলে বাবু ক্ষুব্ধ হয়ে চাচাকে মারার জন্য হন্যে হয়ে খুঁজতে থাকে।

এরপর বাবু পরে জানতে পারে চাচা বানরগাতি আল্লাহর দান নামক একটি ফলের দোকানে বসে আছেন। এরপর বাবু বানরগাতি বাজারে এসে ভাই ভাই হার্ডওয়্যার ২ নামক দোকানে গিয়ে একটি ধারালো ছুরি ক্রয় করে। পরে চাচাকে দেখতে পেয়ে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে চাচার গলায় ছুরি দিয়ে আঘাত করে।

স্থানীয়রা ঘটনা দেখে বাবুকে নিবৃত্ত করার চেষ্টা করে। পরে তাঁকে আটকে রেখে পুলিশের কাছে হস্তান্তর করে। আহত চাচাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাঁর অবস্থা শঙ্কামুক্ত। ঘটনাস্থল থেকে ছুরি উদ্ধারসহ ভাইপোকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার