হোম > সারা দেশ > খুলনা

ভাতিজার ছুরিকাঘাতে চাচা জখম

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা গুরুতর জখম হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বানরগাতি বাজারে ঘটনাটি ঘটে। আহত চাচাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় ভাইপোকে ধরে স্থানীয়রা পুলিশের নিকট হস্তান্তর করেছে।

আহত চাচা হলেন বানরগাতি বাজার এলাকার জনৈক রাজ্জাকের ছেলে মো. দেলোয়ার (৬৫)। আটক ভাইপো বাবু লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকার জনৈক মোহাম্মদ আলীর ছেলে।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার এসআই মো. আব্দুল হাই বলেন, আহত মো. দেলোয়ার পরিবার থেকে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন। বসুপাড়া কবরখানা এলাকায় তার ছোট বোনের সঙ্গে বসবাস করেন। গত কয়েক দিন যাবৎ আহত ব্যক্তির ছোট বোন এবং ছোট ভাইয়ের মধ্যে সাচিবুনিয়া এলাকার একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে আহত দেলোয়ার সাচিবুনিয়ায় ছোট ভাইয়ের বাড়িতে গিয়ে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে। এ ঘটনা জানতে পেয়ে ছোট ভাইয়ের ছেলে বাবু ক্ষুব্ধ হয়ে চাচাকে মারার জন্য হন্যে হয়ে খুঁজতে থাকে।

এরপর বাবু পরে জানতে পারে চাচা বানরগাতি আল্লাহর দান নামক একটি ফলের দোকানে বসে আছেন। এরপর বাবু বানরগাতি বাজারে এসে ভাই ভাই হার্ডওয়্যার ২ নামক দোকানে গিয়ে একটি ধারালো ছুরি ক্রয় করে। পরে চাচাকে দেখতে পেয়ে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে চাচার গলায় ছুরি দিয়ে আঘাত করে।

স্থানীয়রা ঘটনা দেখে বাবুকে নিবৃত্ত করার চেষ্টা করে। পরে তাঁকে আটকে রেখে পুলিশের কাছে হস্তান্তর করে। আহত চাচাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাঁর অবস্থা শঙ্কামুক্ত। ঘটনাস্থল থেকে ছুরি উদ্ধারসহ ভাইপোকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত