হোম > সারা দেশ > খুলনা

খুলনায় হোটেলের কক্ষ থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় একটি হোটেলের কক্ষ থেকে শান্তা ইসলাম নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি হোটেল ওয়েস্টার্ন ইন নামের একটি হোটেলের কক্ষ ভাড়া নিয়ে উঠেছিলেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

শান্তা ইসলাম বাগেরহাটের তেলীগাতি গ্রামের আব্দুল খালেকের মেয়ে। তিনি ঢাকার বিভিন্ন এলাকায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে খুলনায় আসেন ওই নারী। তিনি ওই হোটেলের তৃতীয় তলার ২০৮ নম্বর কক্ষ ভাড়া নেন।

আজ সকালে তিনি হোটেলে নাশতাও করেন। কিন্তু দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল কর্তৃপক্ষ কক্ষটি পরিষ্কার করতে গিয়ে ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়াশব্দ পায়নি। পরে বিকেল সাড়ে ৪টার দিকে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি থানায় জানালে পুলিশ এসে কক্ষের তালা ভেঙে ঢুকে ওড়না দিয়ে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায়। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সানওয়ার হুসাইন মাসুম আরও বলেন, শান্তা ইসলামের কাছে একটি জন্মসনদ পাওয়া গেছে। তাঁর সনদের ওপর ঢাকার একটি গৃহপরিচারিকা সরবরাহ কোম্পানির ঠিকানা লেখা ছিল। যোগাযোগ করা হলে সেখান থেকে তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়।

গৃহপরিচারিকা সরবরাহ কোম্পানির বরাতে ওসি বলেন, শান্তা ইসলাম ঢাকায় মুর্শিদা নামের এক নারীর বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে পাঁচ হাজার টাকা চুরি করে গতকাল খুলনায় চলে আসেন। এর আগেও তিনি বিভিন্ন হোটেলে ছদ্মনাম ব্যবহার করে অবস্থান করতেন। কিন্তু টাকা দিতে না পারায় সেসব হোটেলে ব্যাগ ফেলে রেখে চলে যেতেন।

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে