দরোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খোন্দকার আব্দুল্লাহ আল-হিল মাবুদ (জুয়েল) মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
গত সোমবার বিকেলে ৪ টা ৩০ মিনিটে কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম গভীর শোক প্রকাশ করেছেন।
জানা যায়, কুষ্টিয়ার আমলা পাড়ার সন্তান খোন্দকার আব্দুল্লাহ আল-হিল মাবুদ বঙ্গবন্ধু যুব পরিষদের কুষ্টিয়া জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। খোন্দকার আব্দুল্লাহ আল-হিল মাবুদ স্ত্রী, ২ ছেলে-মেয়ে রেখে গেছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইয়াকুব আলী।
সোমবার কুষ্টিয়া পৌর গোরস্থানে রাত ১০টা ৩০মিনিটে দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে মরহুমকে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হয়।