হোম > সারা দেশ > মেহেরপুর

বিরোধীদের ওপর আজ কোনো অত্যাচার-জুলুম নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ কখনই প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিরোধী দলের ওপর আজ কোনো অত্যাচার নেই, জুলুম নেই। কারও প্রতি কোনো রকম অসৌজন্যমূলক আচরণও করে না আওয়ামী লীগ। সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারেন, সেই লক্ষ্যে কাজ করছে সরকার।’ 

আজ শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার সিএমসি মাধ্যমিক স্কুলের নতুন একাডেমি ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত সরকারের আমলে দেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল। সার ও তেলের জন্য লাইনে দাঁড়াতে হতো। এক বিঘা জমি থেকে সাত মণ ধান পাওয়া যেত না। শুধু তা-ই নয়, আওয়ামী লীগের ওপর জুলুম-নির্যাতন এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল তারা। সেই মামলায় লুৎফর রহমান বাবর আজ জেলে, তারেক জিয়া সাজাপ্রাপ্ত, মুফতি হান্নানের ফাঁসি হয়েছে। ফাঁসির আগে সব ষড়যন্ত্রের কথা স্বীকার করে গেছে মুফতি হান্নান।’

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন, ‘আজ বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়িয়েছে। মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে দেশ, যার স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। আগামী নির্বাচনে এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে থাকবেন, না বিপক্ষে অবস্থান নেবেন।’ 

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার রাফিউল আলম, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু।

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ