হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা, দুই মাসে আটক ১২৪ 

কয়রা (খুলনা) প্রতিনিধি

বন্য প্রাণী এবং নদী-খালের মাছের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় গত ১ জুন থেকে তিন মাসের জন্য বন্ধ হয়েছে সুন্দরবনের দুয়ার। এ সময় পর্যটক প্রবেশসহ সুন্দরবনের নদী-খালে মাছ ও কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

কিন্তু এই নিষেধাজ্ঞার মধ্যে গত দুই মাসে সুন্দরবনে অনুপ্রবেশের অভিযোগে ১২৪ জেলেকে আটক করেছে বন বিভাগ।

আজ সোমবার সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবু নাসের মহসিন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সরকারি নির্দেশনা মোতাবেক প্রবেশে নিষেধাজ্ঞা চলাকালীন সুন্দরবনের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে গত জুন ও জুলাই মাসে ৯টি ইঞ্জিনচালিত ট্রলার, ১৯৩টি নৌকা এবং অবৈধ কাঁকড়া পরিবহনকালে একটি পিকআপ ভ্যান, ৪টি মোটরসাইকেল ও একটি ইঞ্জিনচালিত ভ্যান জব্দ করেছে বন বিভাগ। 

এ ছাড়া ১২৪ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে অবৈধ ভেসাল জাল, নিষিদ্ধ কীটনাশক, হরিণ ধরার ফাঁদ ও মাংস, শুঁটকি চিংড়িসহ অন্যান্য সরঞ্জাম। 

আবু নাসের মহসিন বলেন, ‘সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলাকালীন বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির সদস্যরা প্রতিনিয়ত টহল কার্যক্রম অব্যাহত রেখেছেন। এ সময় বন বিভাগের সদস্যরা অসংখ্য নৌকাসহ অবৈধভাবে প্রবেশ করা জেলেদের আটক করতে সক্ষম হয়েছেন। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের শাস্তির আওতায় আনা হয়েছে।’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি