হোম > সারা দেশ > বাগেরহাট

মোল্লাহাটে মোটরসাইকেল-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তুষার মল্লিক (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ছাড়া মৃতের স্ত্রী ও শিশু পুত্র আহত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার দেড় বোয়ালিয়া খুলনা-মাওয়া মহাসড়কের সাগর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- তুষার মল্লিকের স্ত্রী সবিতা মল্লিক (৩৬) ও তাদের শিশু পুত্র কুষাণ মল্লিক (৭)। তাঁদের বাড়ি মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট গ্রামে। 

আহতদের প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তুষার মল্লিককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। 

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান জানান, দেড় বোয়ালিয়া মন্দিরে পদাবলী কীর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে যাত্রা করেন তাঁরা। মন্দিরের পদাবলী কীর্তন অনুষ্ঠানে পৌঁছানোর আগেই বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুপুত্রসহ ওই দম্পতি গুরুতর আহত হয়।

এ সময় আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তুষার মল্লিককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেওয়ার পর তিনি মারা যান। এই ঘটনায় মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা