হোম > সারা দেশ > মেহেরপুর

নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন গৃহবধূ, স্বামীর উপর্যুপরি কোপে গেল প্রাণ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে স্বামীর হাঁসুয়ার কোপে গৃহবধূ সালেহা খাতুন (৫৮) নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার গোভিপুর গ্রামে এ ঘটনায় তাঁর স্বামী এলাহী বক্সকে (৬৫) আটক করেছে পুলিশ।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে অজু করে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন সালেহা খাতুন। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্বামী এলাহী বক্স ধারালো হাঁসুয়া দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় তাঁর চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে সালেহাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তাঁর মৃত্যু হয়।

মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমারজেন্সি বিভাগের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম বলেন, নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কণি মিয়া আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় নিহতের ভাই কাউছার আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। এলাহী বক্সকে আটক করা হয়েছে। তবে এলাকার অনেকের দাবি, তিনি একজন মানসিক ভারসাম্যহীন। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার