মেহেরপুরে স্বামীর হাঁসুয়ার কোপে গৃহবধূ সালেহা খাতুন (৫৮) নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার গোভিপুর গ্রামে এ ঘটনায় তাঁর স্বামী এলাহী বক্সকে (৬৫) আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে অজু করে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন সালেহা খাতুন। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্বামী এলাহী বক্স ধারালো হাঁসুয়া দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় তাঁর চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে সালেহাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তাঁর মৃত্যু হয়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমারজেন্সি বিভাগের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম বলেন, নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।