হোম > সারা দেশ > খুলনা

চিকিৎসক থেকে পরিচ্ছন্ন কর্মী সবাই পরিচ্ছন্নতার কাজে

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

সরকারি হাসপাতাল পরিষ্কার রাখতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মো. মফিদুল ইসলাম। স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে চিকিৎসক থেকে পরিচ্ছন্নতাকর্মী পর্যন্ত সকলে মিলে পরিচ্ছন্ন রাখছেন হাসপাতাল ও আশপাশের এলাকা। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রোগী ও সুশীল সমাজ।

আজ মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী, কর্মকর্তা ও চিকিৎসকেরা হাতপাতালের অভ্যন্তরের বিভিন্ন স্থান পরিষ্কার করছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ও অফিসারদের নিয়ে পরিচ্ছন্নতা কাজের নেতৃত্ব দিচ্ছেন। এ সময় কয়েকটি দলে ভাগ হয়ে আগের দিনের ময়লার স্তূপ অপসরণ করতে দেখা যায়।

জানা গেছে, সেবার মান ভালো হওয়ায় ফকিরহাটসহ আশপাশের উপজেলা থেকে হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন এই হাসপাতালে। অতিরিক্ত রোগী ও তাদের সঙ্গে আসা লোকজনের ফেলা আবর্জনা অপসারণে হিমশিম খেতে হয় হাসপাতালের তিনজন পরিচ্ছন্ন কর্মীকে। ফলে নোংরা পরিবেশ থেকে হাসপাতালকে রক্ষা করতে সকলে মিলে পরিষ্কারের উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

চিকিৎসা নিতে আসা আকলিমা খাতুন, নয়ন শেখ, আরতী রানী কুণ্ড, ঝুমা দাশসহ কয়েক জন রোগীর সঙ্গে কথা হয়। তাঁরা জানান, হাসপাতালের বর্তমান পরিষ্কার পরিবেশ দেখে তাঁদের খুবই ভালো লাগছে। ইনডোর, আউটডোর ও আশপাশের আবর্জনা নিয়মিত অপসারণের ফলে মশা-মাছির উপদ্রব কমে গেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১২টি পদের মধ্যে ৪৫টি পদ শূন্য রয়েছে। এসব পদের মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদ বেশি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাদাত মো. মফিদুল ইসলাম বলেন, ‘সেবার মান ঠিক রাখতে এবং রোগীদের স্বার্থকে অগ্রাধিকার দিতে আমরা সকলে মিলে কাজ করছি। অভ্যন্তরীণ মিটিং করে এ উদ্যোগ নিয়েছি। ডাক্তার থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী পর্যন্ত সবাই মিলে হাসপাতালকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে কাজ করছি।’

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি