চুয়াডাঙ্গা সদর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় আব্দুল মালেক (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের হাতিকাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আলোকদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মনোয়ার হোসেন বলেন, ‘রাত ৯টার দিকে হাতিকাটা মোড়ের সামনে রাস্তা পার হচ্ছিলেন মালেক। এ সময় একটি ইজিবাইকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা হীরা পরীক্ষা-নিরীক্ষা করে মালেককে মৃত ঘোষণা করেন।’
আব্দুল মালেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডা. আফরিনা হীরা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে জরুরি বিভাগে আনা হয়। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত পেয়েছি।’
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। ইজিবাইকের চালককে শনাক্ত করা গেছে। মরদেহ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে আছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।’