হোম > সারা দেশ > খুলনা

হাসপাতালের বিছানায় কাঁদছেন মা, পুলিশ খুঁজছে শিশু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে তিন দিনের শিশু চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে এই ঘটনার পর নবজাতক উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। এদিকে সন্তান হারিয়ে হাসপাতালের বিছানায় বসে কাঁদছেন তার মা।

উপজেলার আল্লার দর্গা এলাকায় নাসির গ্রুপের আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গতকাল বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।

হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, দুপুর ১২টার দিকে ওই নারী হাসপাতালে ঢুকে ১টা ৪১ মিনিটে নবজাতককে কোলে নিয়ে বের হয়ে যান।

এ বিষয়ে নবজাতকের মা সাফিয়া খাতুন বলেন, ‘আমার স্বামী স্থানীয় একটি বিড়ি তৈরি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। গত ৫ ফেব্রুয়ারি আমার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম হয়। এটাই আমার প্রথম সন্তান। গতকাল বুধবার দুপুরে আমার মায়ের কাছ থেকে বাচ্চাকে আদর করার কথা বলে কোলে নেন ওই নারী। মা পানি আনতে গেলে এই ফাঁকে তিনি বাচ্চা নিয়ে পালিয়ে যান।’

বেসরকারি ওই হাসপাতালের ম্যানেজার আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা আছে। পরিবারের লোকের কাছ থেকে নবজাতক চুরি হয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষের কিছু করার নেই। আগামীকাল শুক্রবারে হাসপাতাল থেকে ওই গৃহবধূকে ছাড়পত্র দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে এখনো কেউ থানায় মামলা করেনি। তবে নবজাতকটিকে উদ্ধারে কাজ করছে পুলিশ।

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক

জামায়াতে যোগ দেওয়ায় হিন্দুদের মনে শান্তি এসেছে: কৃষ্ণ নন্দী

চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধ

বন্দিবিনিময় চুক্তি: ভারত থেকে এল ৩২ জেলে, ফিরে গেল ৪৭ জেলে

৫০ বছর ধরে কবর খুঁড়ছেন মজিরুল, নিঃস্বার্থ সেবায় গাংনীর গোরখোদকেরা

কুষ্টিয়ায় নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

নির্বাচনী প্রচারে গিয়ে কুকুরের কামড়ে আহত গণসংহতি আন্দোলনের নেতা