হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়া সীমান্তে বিদেশি পিস্তল–গুলিসহ যুবক গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে বিদেশি পিস্তল–গুলিসহ যুবক গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তল–গুলিসহ জুয়েল রানা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার সিমান্তবর্তী ডিগ্রির চর এলাকা থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি অত্যাধুনিক পিস্তল, দুইটি ম্যাগজিন এবং এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

জুয়েল ওই এলাকার জাহাঙ্গির আলমের ছেলে এবং চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী।

আজ কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি দৌলতপুর উপজেলার ডিগ্রির চর এলাকায় একটি অস্ত্রের চালান হাত বদল হবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি সদস্যরা।

এ সময় জুয়েল রানাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তার হেফাজত থেকে একটি বিদেশি অত্যাধুনিক পিস্তল, দুইটি ম্যাগজিন এবং এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, এই বিষয়ে থানার অস্ত্র আইনে মামলার পর তাকে থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মাত্র আসামি পেয়েছি, মামলা হলে কারাগারে পাঠানো হবে।’

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি