হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় হত্যা মামলায় জাসদ নেতাসহ ৩ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় হত্যা মামলায় জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার সকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবীর পারভেজ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে তাঁদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের পিপি অনূপ কুমার নন্দী এই তথ্য জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে কারশেদ আলম, তাঁর মেজ ভাই হামিদুল ইসলাম ও তাঁর বড় ভাই আসাদুল ইসলামের ছেলে রাসেল। তবে মামলার অন্য আট আসামিকে খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৫ আগস্ট রাতে দৌলতপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আলেক চাঁদের ছেলে শাহাজুল ইসলামকে (২২) পূর্ব শত্রুতার জেরে মাথায় আঘাত করা হয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই বাদী হয়ে ২০১২ সালের ২২ আগস্ট ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।

এ বিষয়ে জানতে চাইলে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনূপ কুমার নন্দী আজকের পত্রিকাকে বলেন, কৃষক শাহাজুল হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তবে মামলার অপর আসামিদের খালাস দেওয়া হয়েছে।

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১