কুষ্টিয়ার মিরপুরে পাখি ভ্যানের সঙ্গে শ্যালো ইঞ্জিন চালিত গাড়ির সংঘর্ষে বাবলু বিশ্বাস (৪৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বাবলু বিশ্বাস ছাতিয়ান ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের মৃত আছান বিশ্বাসের ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন জানান, আজ মঙ্গলবার ভোরে ছাতিয়ান থেকে আসা পাখি ভ্যানের সঙ্গে শ্যালো ইঞ্জিন চালিত গাড়ির সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় পাখি ভ্যানে থাকা বাবলু বিশ্বাস গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহতের মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।