হোম > সারা দেশ > যশোর

ভাঙচুরের মামলায় যশোর জেলা আ.লীগের সহসভাপতি কারাগারে

­যশোর প্রতিনিধি

ভাঙচুরের মামলায় যশোর জেলা আ. লীগের সহসভাপতি কারাগারে। ছবি: আজকের পত্রিকা

যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার কোতোয়ালি থানা–পুলিশ তাকে আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার শহরের এম এম আলী রোডের নিজ বাড়ির সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর–অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট যশোরে বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের বিভিন্ন মালামাল লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন বিএনপির নেতা অ্যাড. এম এ গফুর।

কোতোয়ালি থানার উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা তারেক মোহাম্মদ নাহিয়ান বলেন, ‘যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলার আসামি হিসেবে আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন।’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ