হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ১২

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় জেলা ছাত্রদলের অন্তত ১২ নেতা-কর্মী আহত হয়েছেন। আজ রোববার বিকেলে বাগেরহাট আদালতের সামনের সড়ক সংলগ্ন একটি চায়ের দোকানে এই হামলার ঘটনা ঘটে। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে মাহমুদুর রহমান মিথুন নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্য আহতরা হলেন—জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল, সদর উপজেলার আহ্বায়ক নিয়ামুল কবির রাহুল, মোরেলগঞ্জ উপজেলার আহ্বায়ক আবু সালেহ, শরণখোলা উপজেলার আহ্বায়ক মামুন গাজী, মোরেলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান সজল, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রানা মুন্সি, মোরেলগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক সোহেল দেওয়ান, সোহেল তালুকদার, তারেক সরদার, মাহমুদুর রহমান মিথুন, শেখ আলামিন, মেহেদী হাসান রিশান।

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল বলেন, ‘বিভিন্ন মামলার হাজিরা শেষে আমরা নেতা-কর্মীদের নিয়ে আদালতের সামনের একটি চায়ের দোকানে কথা বলছিলাম। হঠাৎ করে ৩০-৩৫ জনের একটি সন্ত্রাসী দল আমাদের ওপর হামলা করে। এ সময় আমাদের ১২ জন নেতা-কর্মী আহত হয়। আহতদের মধ্যে মাহমুদুর রহমান মিথুন নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হঠাৎ আক্রমণের কারণে আমরা কাউকে চিনতে পারিনি।’

হামলার ঘটনায় মামলা করবেন কি না—এমন প্রশ্নে আহত আতিকুর রহমান রাসেল বলেন, ‘সকল নেতা-কর্মী সুস্থ হওয়ার পরে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

তবে এ ব্যাপারে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই।’

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার