হোম > সারা দেশ > কুষ্টিয়া

২১ মাস পর ইবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরীক্ষামূলকভাবে চালু

ইবি প্রতিনিধি 

ক্যাফেটেরিয়া পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ ২১ মাস বন্ধ থাকার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। আগামী ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে।

আজ সোমবার (৯ ডিসেম্বর) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এ সময় তিনি পরীক্ষামূলকভাবে ক্যাফেটেরিয়ার কার্যক্রম উদ্বোধন করেন এবং খাবারের মান, স্বাস্থ্যবিধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেন।

ভাইস চ্যান্সেলর বলেন, ‘খাবার সব সময় ঢেকে রাখতে হবে এবং কর্মীদের নির্ধারিত ইউনিফর্ম ও হ্যান্ড গ্লাভস পরে কাজ করতে হবে। এ ছাড়া, ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। ক্যাফেটেরিয়ারে বসে কেউ যেন ধূমপান না করে। আমরা এই ক্যাম্পাসকে ধূমপানমুক্ত করব।’

এ সময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এবং ছাত্র প্রতিনিধিরা।

উল্লেখ্য, আগের যারা ক্যাফেটেরিয়ার দায়িত্বে ছিলেন তাঁরা বিশ্ববিদ্যালয় থেকে বেঁধে দেওয়া দামে খাবার বিক্রি করতে গিয়ে লোকসানে পড়েছিলেন বলে জানা গেছে। এসবের জন্য এতদিন ক্যাফেটেরিয়া চালু সম্ভব হয়নি। এখন নতুন ব্যক্তিকে এর দায়িত্ব দেওয়া হয়েছে।

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা