হোম > সারা দেশ > যশোর

বাঘারপাড়ায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বসুয়াড়ি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তিন শিশু ওই গ্রামের বাসিন্দা। মৃত শিশুরা হলো আবু সাঈদ মোল্লার ছেলে হুসাইন (৬), হারুন মোল্লার মেয়ে তমা খাতুন (৮) ও কামরুল হোসেনের মেয়ে সুমাইয়া খাতুন (৯)।

ওই এলাকার ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তোরাফ হোসেন মোল্লা জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর নাতি হুসাইনসহ চার শিশু গোসল করতে তাঁর পুকুরে যায়। বাড়ি থেকে ৫-৬ মিনিট দূরের ওই পুকুরে যাওয়ার প্রায় এক ঘণ্টা পার হলেও তিন শিশুর একজনও বাড়ি ফেরেনি। পরে পরিবারের লোকজন খুঁজতে পুকুরে যান। এরপর সেখানে শিশুদের জুতা দেখতে পান তাঁরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর সঙ্গে নিয়ে ওই তিন শিশুকে উদ্ধার করেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আল আমিন তাদের মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. আল-আমিন জানান, মৃত অবস্থায় তিন শিশুকে হাসপাতালে আনা হয়। পরে থানায় সংবাদ দেওয়া হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে থেকে শিশুদের পরিবারের সঙ্গে কথা বলেছি। মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা