হোম > সারা দেশ > যশোর

ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ২ 

শার্শা (যশোর) প্রতিনিধি

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শায় ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে নাভারন ফরেস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার বসু জানান, তাঁরা দুজন ফজরের নামাজ পড়ার জন্য বের হয়েছিলেন।

নিহতরা হলেন শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের সুলতান আহমদের ছেলে নাভারন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাসির উদ্দিন (৬২) এবং ঝিকরগাছার নাভারন কলোনির শ্যাম গাজীর ছেলে ও জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের নৈশপ্রহরী আলী বক্স (৬৫)। তাঁরা দুজনই নাভারন ফরেস্ট পাড়ায় বাস করতেন।

এসআই জয়ন্ত কুমার বসু জানান, নাসির উদ্দিন ও আলী বক্স ভোরে ফজরের নামাজ পড়ার জন্য রাস্তার পাশ দিয়ে মসজিদে যাচ্ছিলেন। এ সময় যশোর থেকে বেনাপোলগামী পণ্যবোঝাই একটি ট্রাক বিপরীত দিকে দ্রুতগতিতে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অন্যজন মারা যান। চাপা দেওয়ার পর ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।

তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে।

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা