হোম > সারা দেশ > খুলনা

নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল তরুণের মরদেহ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে ওসমান (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মহিমানগর গ্রামের পরিত্যক্ত একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত ওসমান ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কাতলাসুর গ্রামে নূর হোসেনের ছেলে। 
 
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের প্যান্টের পকেট থেকে পুলিশ একটি মোবাইল ফোন উদ্ধার করে। পরে তাঁর সিম থেকে বিভিন্ন নম্বরে যোগাযোগ করে পরিচয় শনাক্ত করে। 
 
ওসমানের মামা তারিকুল ইসলাম বলেন, ‘গত মঙ্গলবার বাড়ি থেকে নিখোঁজ হয় ওসমান। বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি। সে মানসিক প্রতিবন্ধী ও মৃগীরোগী ছিল। সকালে হঠাৎ কল আসে, একটি পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে ওসমানের লাশ শনাক্ত করা হয়।’ 
 
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, সুরতহালে ওই তরুণের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ