বিএনপির চলমান অবরোধের সমর্থনে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবনসহ বিভিন্ন ফটকে ব্যানার ঝুলিয়েছিল শাখা ছাত্রদল। আজ সোমবার সকালে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।
পরে খবর পেয়ে ব্যানারগুলো সরিয়ে ফেলেন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ছাড়া অবরোধের প্রতিবাদে আজ দুপুর ১২টার দিকে ক্যাম্পাস ও পাশের এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এর আগে সকালে অবরোধের সমর্থনে প্রশাসন ভবন, রবীন্দ্র নজরুল কলাভবন ও মীর মশাররফ হোসেন ভবনের ফটকে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। ব্যানারে লেখা ছিল, ‘এক দফা দাবিতে সর্বাত্মক অবরোধ। রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত!’
এ বিষয়ে ইবি ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রুমী মিথুন বলেন, ‘বাংলাদেশের সব শিক্ষার্থীরাই চলমান এক দফা আন্দোলন সমর্থন করেছে। ঢাকায় পুলিশ ও আওয়ামী লীগের বর্বর হামলার প্রতিবাদে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধ ব্যানার ঝোলানো হয়। আমাদের আন্দোলন চলছে, সামনে চলবে।’
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আমাদের সব সময় সজাগ দৃষ্টি রয়েছে। অবরোধের নামে যদি কেউ অরাজকতার চেষ্টা করে সেটা প্রতিহত করতে আমরা সব সময় রাজপথে আছি।’
জানতে চাইলে সহকারী প্রক্টর মিথুন বৈরাগী বলেন, ‘আমরা এ ব্যাপারে জানতে পেরে প্রশাসন ভবন ও একাডেমিক ভবনগুলো পরিদর্শন করেছি। কিন্তু সরেজমিন গিয়ে ব্যানার পাইনি।’