হোম > সারা দেশ > যশোর

করোনায় আক্রান্ত বাঘারপাড়ার ইউএনও তানিয়া আফরোজ

প্রতিনিধি

বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজসহ আরও ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. শাহ-আলম রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন। 

ডা. শাহ-আলম রুবেল জানান, গত শনিবার ইউএনও তানিয়া আফরোজ স্যারসহ ৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে সোমবার জানা যায় ইউএনও স্যার, হাসপাতালের দুজন নার্স ও একজন আয়াসহ ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬১ জন। এদের মধ্যে একজন হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। 

সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত জানান, ইউএনও স্যার সুস্থ আছেন। আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে উঠতে পারেন। উপজেলার করোনা পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উপজেলার কয়েকটি এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্যও আহ্বান জানান। 

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি