হোম > সারা দেশ > যশোর

করোনায় আক্রান্ত বাঘারপাড়ার ইউএনও তানিয়া আফরোজ

প্রতিনিধি

বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজসহ আরও ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. শাহ-আলম রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন। 

ডা. শাহ-আলম রুবেল জানান, গত শনিবার ইউএনও তানিয়া আফরোজ স্যারসহ ৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে সোমবার জানা যায় ইউএনও স্যার, হাসপাতালের দুজন নার্স ও একজন আয়াসহ ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬১ জন। এদের মধ্যে একজন হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। 

সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত জানান, ইউএনও স্যার সুস্থ আছেন। আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে উঠতে পারেন। উপজেলার করোনা পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উপজেলার কয়েকটি এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্যও আহ্বান জানান। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার