হোম > সারা দেশ > খুলনা

দেশে ফিরল ভারতে পাচার হওয়া ৪৮ কিশোর-কিশোরী

বেনাপোল প্রতিনিধি

‘ভালো কাজের’ প্রলোভনে বিভিন্ন সময়ে ভারতে পাচারের শিকার ৪৮ বাংলাদেশি কিশোর-কিশোরীকে স্বদেশ প্রত্যাবাসনে বেনাপোলে হস্তান্তর করেছে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশন। তাদের বাড়ি যশোর, ফরিদপুর, সাতক্ষীরা ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের কাউন্সিলর তুশিতা চাকমা ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম শেষে শূন্যরেখায় পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া। এ সময় দেশে ফেরত আসা শিশুদের স্বজনেরা সীমান্তে ভিড় জমায়। 

ফেরত আসা শিশুদের আইনি সহায়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার ২৫ জন, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ১৫ জন এবং রাইটস যশোর ৮ জন শিশুকে গ্রহণ করেছে। 

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া আজকের পত্রিকাকে জানান, ‘অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তাদের তিনটি এনজিওর হাতে তুলে দেওয়া হয়েছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।’ 

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস আজকের পত্রিকাকে জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্তপথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহায়তা দিতে ভারতীয় কয়েকটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়। পরে দুই দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়। 

ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চায়, তাহলে তাদের সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার