হোম > সারা দেশ > খুলনা

কার্ড আছে, ভাতা নেই: ভিক্ষা করেই দিন কাটে নয়নের

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি 

জন্ম থেকে অন্ধ ও বাক্‌প্রতিবন্ধী ছেলেকে হুইলচেয়ারে করে নিয়ে বাবা ঘোরেন দ্বারে দ্বারে। প্রতিবন্ধী কার্ড থাকলেও পান না মাসিক ভাতা। ছবি: আজকের পত্রিকা

কার্ড আছে, কিন্তু মাসিক ভাতা পান না নয়ন তরপদার। জন্ম থেকে অন্ধ ও বাক্‌প্রতিবন্ধী এই যুবক হুইলচেয়ারে বসে বাবার সাহায্যে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন।

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের নয়নের বয়স প্রায় ২৫ বছর। কথা বলতে পারেন না, চলাফেরাও করতে পারেন না। স্থানীয় একটি এনজিওর সহায়তায় পাওয়া হুইলচেয়ারে বসিয়ে নয়নকে নিয়ে তাঁর বাবা মন্টু তরপদার প্রতিদিন রাস্তায় বের হন, মানুষের কাছে হাত পাতেন। এভাবেই কোনোরকমে চলে তাঁদের সংসার।

মন্টু তরপদার বলেন, ‘ছেলেকে নিয়ে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে দ্বারে দ্বারে ঘুরি। পরিষদ থেকে একটি কার্ড করা হয়েছিল। একবার ভাতা পেয়েছি। তারপর আর কিছুই পাইনি। মনে হচ্ছে, কেউ হয়তো আমাদের ভাতা আত্মসাৎ করছে।’

মন্টু তরপদার জানান, সংসারে স্ত্রী, ছোট মেয়ে ও প্রতিবন্ধী নয়নকে নিয়েই তাঁদের মূল ভরসা। বড় ছেলে শ্বশুরবাড়িতে থাকেন।

এই অবস্থায় নয়নের বাবা মন্টু তরপদার প্রশ্ন রাখেন, ‘আমার প্রতিবন্ধী ছেলে কি সমাজের বোঝা হয়ে বাঁচবে?’ তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ছেলের নিয়মিত ভাতা পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান।

এ বিষয়ে ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, ‘তারা তো আমাকে কিছু বলেনি। তবে এখন হ্যাকাররা বিভিন্নভাবে ভাতার টাকা তুলছে—এমন ঘটনাও ঘটছে। আমি বিষয়টি খতিয়ে দেখব।’

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। সমাজসেবা অধিদপ্তরে খোঁজ নিতে হবে।’

তালা উপজেলার সমাজসেবা কার্যালয়ের সহকারী কর্মকর্তা ইমদাদুল হোসেন বলেন, ‘আমি তালায় নতুন এসেছি, তাই বিষয়টি জানি না। তবে মন্টু তরপদার যদি ছেলের জাতীয় পরিচয়পত্র নিয়ে আসেন, তাহলে আমি বিষয়টি দেখব।’

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে